দলকে জনপ্রিয় করার কাজ করুন—রেজাউল করিম

02বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক শাখার কাউন্সিলের প্রধান অতিথি কৃষকলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা রেজাউল করিম বলেন ১৫আগষ্ট বাঙালীর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজন নিষ্ঠুর হত্যাকান্ডের পর আওয়ামী লীগ মুজিবাদশের নেতাকর্মীদের উপর নেমে এসেছিল চরম জুলুম অত্যাচার। তিনি বলেন সেই সময় দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের কঠিন আত্মত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ ও গণতন্ত্রের সংগ্রাম করতে হয়েছিল। তিনি বলেন অনেক মিথ্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন পর ক্ষমতায় আসতে হয়েছে। তার বক্ততায় বলেন-অবৈধ অর্থ, অস্ত্র, মাস্লম্যান দিয়ে নিজেকে বড় দেখানোর প্রচেষ্ঠা না করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে প্রাণপ্রিয় সংগঠন আওয়ামীলীগকে জনপ্রিয় করার জন্য কাজ করুন।

১৬ নভেম্বর ইলিশিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাতামুহুরী শাখা আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মাতামুহুরী আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম বুলবুল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা কৃষকলীগ আহবায়ক চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌরসভার মেয়র প্রার্থী ছৈয়দ আলম কাউন্সিলার, কক্সবাজার সদর কৃষকলীগ যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন ছোটন, ইব্রাহিম খলিল, নুরুল ছোবহান, কৃষকলীগ নেতা ফজলুল কাদের, শওকত আলম, জুবায়রুল ইসলাম। মৎস্যজীবি লীগ চকরিয়ার সভাপতি ইকবাল দরবেশি, মাতামুহুরী যুবলীগ সাধারণ সম্পাদক কাইছারুল হক বাচ্চু ও ছাত্রলীগ নেতা এইচ.এম. বুলবুল প্রমুখ। সমাবেশ শেষে অনুষ্ঠিত কাউন্সিলে হাছান আলীকে সভাপতি, ফজলুল কাদেরকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


শেয়ার করুন