দক্ষিণ গাজায় বীরের বেশে ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা

সিটিএন ডেস্কঃ
প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসকে নির্মুলের নামে পুরো গাজাজুড়ে হামলা চালালেও, নিজেদের লক্ষ্যে ‍খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। বিন্দুমাত্র টলাতে পারেনি ফিলিস্তিনিদের মনোবল। এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রোববার (৭ এপ্রিল) দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন।

এদিকে, ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়ার এর পরপরই বীরের বেশে শহরটিতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরেই আশ্রয় নিচ্ছেন তারা। তবে যুদ্ধবিধ্বস্ত শহরের সার্বিক পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


শেয়ার করুন