দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংরক্ষণে একযোগে কাজকরতে হবে–সার্ক মহাসচিব

ছবি ক্যাপশন -নেপালে সার্ক সেক্রেটারিয়েটে সার্ক মহাসচিব আমজাদ হোসাইনের সাথে সাক্ষাৎ শেষে শুভেচ্ছা স্বারক প্রদান করছেন সার্ক মানবাধিকার নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি :

মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও বাস্তবায়নে সার্ক ভুক্ত দেশসমুহের একযোগে কাজ করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন একটি সার্বজনীন বিষয়। এ অঞ্চলের মানুষের অধিকার বিষয়ে আমরা সম্মিলিত ভুমিকা রাখতে পারি। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কার অনধিকার চর্চা উচিৎ নয়। ১ আগষ্ট মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমন্ডুস্থ সার্ক সদর দপ্তরে দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবিক সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে এক আলোচনায় উপরোক্ত মন্তব্য করেন সার্ক মহাসচিব আমজাদ হোসাইন।

সার্ক মানাবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, মানবাধিকার নেতা আব্দুল মালেক। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আবেদ আলী বাংলাদেশের মানবাধিকার পরিস্তিতি সম্পর্কে বলেন, অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকার মানবাধিকার সংরক্ষনে ব্যাপক কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিক।

সার্ক মহাসচিব জনাব আমজাদ হোসাইন সংগঠনের প্রফাইল দেখে প্রশংসা করে বলেন, এই সংস্থা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। মানবতার সেবায় আপনাদের কার্যক্রমে সকলের সহযোগীতা নৈতিক দায়িত্ব। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কে সদর দপ্তরের অন্তর্ভুক্তির বিষয়ে আশ্বস্ত করেন।

 


শেয়ার করুন