তোঁয়ারাল্লাই আত্তু পেট পুরের’-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে আসার আমন্ত্রণ পেয়ে বলেছেন, ‘আমি কক্সবাজারে আসব। তোঁয়ারাল্লাই আত্তু পেট পুরের। ‘

ভাঙ্গা ভাঙ্গা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার মানে হচ্ছে, ‘তোমাদের জন্য আমার মন কাঁদছে। ‘

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের বালুচরে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক জমকালো উন্নয়ন উৎসবে তিনি এ কথা বলেন।

‘উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার’ শীর্ষক উৎসবে প্রধান অতিথি হিসাবে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের কক্সবাজার প্রান্তে বক্তৃতা দিতে উঠে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে দলের ধর্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রধানমন্ত্রীকে কক্সবাজারে এসে স্বচক্ষে এখানকার চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দেখার আমন্ত্রণ জানান।

প্রতি উত্তরে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এ কথা শুনে অনুষ্ঠানে সমবেত শত শত দর্শনার্থী খুশিতে উদ্বেলিত হয়ে ওঠেন।


শেয়ার করুন