তারেক-মিশুক মুনীর হত্যা মামলার রায়ে চালকের যাবতজ্জীবন কারাদণ্ড

169096_1বহুল আলোচিত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় মামলার রায়ে একমাত্র আসামি বাসচালক জামির হোসেনকে যাবতজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালাত।

বুধবার দুপুর ১২টার পর এই রায় দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর।

বিচারক আল মাহমুদ ফাইজুল কবীরএসময় জামিনে থাকা একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার দুপুরে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর রায় ঘোষণার দিন ধার্য করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।


শেয়ার করুন