তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষে কাজ করছে সরকার—প্রতিমন্ত্রী পলক

Kingston-1
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলায় ই-শপ কর্মসূচির উদ্বোধনীতে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে কর্মসংন্থান সৃষ্টির লক্ষে বেকারত্ব দুরীকরণের জন্য এই যুগান্তকারী পদক্ষেপগুলো হাতে নিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়’র উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, একজন মানুষকে স্বল্প অর্থ সহায়তা দিলে হয়ত সাময়িক উপকৃত হবে কিন্তু একজন মানুষকে যদি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় তাহলে সে সারাজীবনের জন্য উপকৃত হবে। তিনি আরো বলেন, ই-শপ কর্মসূচির আওতায় প্রতিটি জেলায় ১৭ জন উদ্যোক্তা সৃষ্টি করা হবে। যা পর্যায়ক্রমে আরো বাড়বে। যার মাধ্যমে প্রতিটি জেলার লোকাল পণ্যগুলো অন লাইনের মাধ্যমে বাজারজাত করা যাবে। এর ফলে তিন শ্রেণির লোক উপকৃত হবে। ১. মাঠ পর্যায়ের প্রান্থিক কৃষক ২. ভোক্তা ও ৩.বেকার যুবক। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে তথ্য যোগাযোগ বিভাগ এবং আমার দেশ আমার গ্রাম ই-শপ প্রকল্পের আয়োজনে ই-শপ কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ড. মো. আশরাফুল ইসলাম সজীবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহমেদ, তথ্য ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, এফএসবি পরিচালক সাদেকা রহমান সেজুতি, আমার দেশ আমার গ্রাম ই-শপের কো-ফাউন্ডার আতাউর রহমান ও সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের কার্যকরি সদস্য মোহাম্মদ বোখারী আজম।


শেয়ার করুন