ডেঙ্গু জ্বরে মওদুদের ছেলের মৃত্যু

baker-income tax fair_83428_0সিটিএন ডেস্ক :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুর নেওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৯ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হলে ৩৮ বছর বয়সী আমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। শরীরের তাপমাত্রা না কমায় সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

অবস্থার অবনতি হতে থাকলে সোমবার রাতে আমানকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নামার আগেই তার মৃত্যু হয়।

এসময় ওই বিমানে আমানের সঙ্গে মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদও ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাখা ছিল আমানের লাশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের ফ্লাইট ধরতে পারলে মঙ্গলবারই দেশে আনা হবে আমানের লাশ।

আমান মমতাজ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক শোকবার্তায় তিনি আমানের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশে টেলিফোন করে শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন