ডাচ-বাংলা চেম্বারের সভাপতি নিখোঁজ

147960_1

আরটিএনএন

ঢাকা: ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদ নিখোঁজ হয়েছেন।

তিনি শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি জানিয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

শনিবার রাতে হাসান খালেদের শ্যালক শরীফুল আলম থানায় এ বিষয়ে জিডি করেছেন।

ধানমন্ডি থানার উপ পরিদর্শক খায়রুল জানান, হাসান খালেদের শ্যালক শরীফুল আলম শনিবার রাতে ধানমন্ডি থানায় এই সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছে, তিনি শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।

৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস।

ধানমন্ডি থানার ওসি নূরে আজম মিয়া বলেন, পুলিশ হাসানকে খুঁজে বের করার চেষ্টা করছে।

শরিফুল আলম খান বলেন, আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২৫ বছর ধরে তিনি আমদানি-রপ্তানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠন করেন।

 


শেয়ার করুন