ডাক্তাররা মিলে মেরে দিল কোটি টাকা

2016_03_07_19_13_54_yEqUIolDziRVkBvQSAeNaYUX5hkECK_originalসিটিএন ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নির্ধারিত দরের চাইতে বেশি দেখিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বরিশাল সিভিল সার্জন অফিসের চিকিৎসকরা। ওই জেলার ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আত্মসাতের সহযোগিতা করেছেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনকে আসামি করে দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

সোমবার কমিশনের এক বৈঠকে এসব মামলার অনুমোদন দেয়া হয়। খুব শিগগিরই দুদকের সহকারী পরিচালক আমিরুল বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী থানায় মামলা দুটি দায়ের করবেন।

দুদক সূত্র বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন- বরিশাল সিভিল সার্জন অফিসের সাবেক সিভিল সার্জন ডা. খায়রুল আলম, ডা. আফতাব উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সাইদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. হাবিবুর রহমান, বরিশাল জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সৈয়দ মাহবুব হাসান, ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের সাবেক অডিটর রুহুল আমিন চৌধুরী, সাবেক সুপার কাজী মিজানুর রহমান, সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, ঠিকাদার আমিনুর রহমান চৌধুরী এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারিপুর মেডিসিন সাপ্লায়ার্স মালিক সাইদুর রহমান খান।

দুদক সূত্র জানায়, আসামিরা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ৯টি বিলের ভুয়া অনুমোদনপত্র তৈরি করে। পরে ইডিসিএলের নির্ধারিত দর উপেক্ষা করে বেশি দরে ৫৭টি আইটেমের ওষুধ সামগ্রী বাইরে থেকে কিনে। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারিপুর মেডিসিন সাপ্লায়ার্সের মালিক সাইদুর রহমান খান এসব ওষুধ সরবরাহ করেন। এভাবে ৮৭ লাখ ৬ ৫হাজার ৫৯২ টাকা উত্তলনের সহযোগিতা করেন বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ের ওইসব কর্মকর্তারা।

একইভাবে সিভিল সার্জন ডা. খায়রুল আলম বাকি আসামিদের সহযোগিতায় এমএসআর স্ট্যান্ডার্ড দরের চেয়ে বেশি দরে ২৫টি বিপি মেশিন ও ওষুধ কেনা বাবদ ১১ লাখ ১১ হাজার ৩৫১ টাকা তুলে আত্মসাৎ করেন। আর এসব সরবরাহ করেন ঠিকাদার আমিনুর রহমান চৌধুরী।

এভাবে মোট ৯৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা সরকারের ক্ষতি সাধন করেছেন আসামিরা। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি প্রমাণিত হয়েছে।

বাংলামেইল


শেয়ার করুন