হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে

টেকনাফ বাস স্টেশনকে ২-০ তে হারিয়েছে হ্নীলা ইলেভেন স্টার

425dd805-67e4-433d-a8d2-4ec40de7d041হেলাল উদ্দিন, টেকনাফ
টেকনাফের হ্নীলায় আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’১৬ এর প্রথম রাউন্ডের ২য় দিনের খেলায় টেকনাফ বাস স্টেশন এফসিবি ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইলেভেন স্টার।
১৭ জানুয়ারী রবিবার বিকাল ৪টায় টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা টেকনাফ বাস স্টেশন এফসিবি ফুটবল ক্লাব ও হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইলেভেন স্টার একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমর্ধ্বে উভয় দল গোল না পেলেও দ্বিতীয়ার্ধ্বের ৬ মিনিটে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইলেভেন স্টারের ৭ নম্বার জার্সিধারী খেলোয়াড় সুশান্তর দূর্দান্ত শটে টেকনাফ বাস স্টেশন এফসিবি ফুটবল ক্লাবের জালে বল ঢুকিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধ্বের ২০ মিনিটে আবারও হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইলেভেন স্টারের ৭ নম্বার জার্সিধারী খেলোয়াড়ের সুশান্তর দূর্দান্ত শটে টেকনাফ বাস স্টেশন এফসিবি ফুটবল ক্লাবের জালে বল ঢুকিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। টেকনাফ বাস স্টেশন এফসিবি ফুটবল ক্লাবের খেলোয়াড়েরা থেমে থেমে আক্রমন করেও সমতা ফিরিয়ে আনতে পারেনি। খেলার শেষ বাঁশি বাজালে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইলেভেন স্টার ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবুল কাশেম, সহকারী রেফারী রুস্তম, মাসুম ও ৪র্থ রেফারী দায়িত্ব পালন করেন ফরহাদুজ্জান। খোলায় সেরা খেলোয়াড়েরা নির্বাচিত হন হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইলেভেন স্টারের অধিনায়ক জামাল হোসেন, সেরা গোলকিপার নির্বাচিত হন একইদলের জাসাল হোছাইন। খেলা শেষে তাদের পুরুষ্কার বিতরণ করেন খেলার মিডিয়া পার্টনার প্রবাল নিউজ২৪ ডটকম’র সম্পাদক ও প্রকাশক মমতাজুল ইসলাম মনু। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান এইচ.এম ইউনুচ বাঙ্গালী, হ্নীলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন-আহবায়ক মাহাবুব মোর্শেদ, মৌলভী শাকের আহমদ ও সদস্য সচিব মোস্তাক আহমদ সাকী প্রমূখ। সোমবার বিকাল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলায় ,টেকনাফ নাজিরপাডা নাফ সিটি ও হ্নীলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন