টেকনাফ পৌরসভার বাজেট ঘোষণা

TEKNAF PIC 10.08.2016(1)কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি টাকা, উন্নয়ন খাতে ৮ কোটি ৮৫ লক্ষ টাকা ও সার্বিক বাজেট উদ্ধৃত্ত ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৪২৪ টাকা ধরা হয়েছে। পৌর ভবনের সম্মেলনকক্ষে মেয়র হাজি মো. ইসলামের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করেন। এসময় মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ও পৌর সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী বাজেটের উপর উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংবাদিকদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচিব মুহি উদ্দিন ফয়েজী, প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, উপজেলা আ’ লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, প্যানেল মেয়র-১ মুজিবুর রহমান, প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর, হিসাবরক্ষক মোহা. সৈয়দ হোসেন, প্যানেল মেয়র-৩ কহিনুর আকতার, কাউন্সিলর, আবু হারেচ, একারামুল হক, হোসন আহমেদ, রেজাউর করিম মানিক, মনিরুল জাম্মান, নুরুল বশর নুরসাদ, নাজমা আলম ও উচ্চমান সহকারি মোরশের্দুল ইসলাম প্রমুখ। বক্তব্যে স্যানিটেশন, পানি সরবরাহ, যানযট, হাট বাজার ও পরিস্কার পরিচ্ছন্নতাসহ ভিবিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুন