টেকনাফ উপজেলা ছাত্রলীগের শোকসভা

teknaf-pic-01-bslটেকনাফ সংবাদদাতা:
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বরণে বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখা ২৮ আগষ্ট রবিবার দুপুরে টেকনাফ সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ভিপি টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক ফারুক আহমদ , উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বদিউল আলম বদি, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আমিন,সাবেক টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সিকদার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের বর্তমান আহবায়ক সাবেক টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল আলম জুয়েল, ,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিজয় প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে আমাদের আজকের আলোচনা সভা আরম্ভ হয়। কোরআন তেলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
সভায় প্রধান অতিথির বক্তবে জাবেদ ইকবাল চৌধুরী বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ত্যাগই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে জাতিরপিতা হতে অনুপ্রানিত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর পাশাপাশি বেগম মুজিবের ভূমিকা কোন অংশে কম ছিলো না।
বক্তারা আরো বলেন, যারা ছাত্র রাজনীতি বা বঙ্গবন্ধু আদর্শকে ভালবেসে ছাত্রলীগ, আওয়ামীলীগ, যুবলীগ, করে প্রকৃত পক্ষে তারাই আওয়ামীলীগের অঙ্গসংগঠন। আর যারা উড়ে এসে ছাত্র রাজনীতি না করে আওয়ামীলীগের ক্ষমতার মসনদে বসে আওয়ামীলীগ দাবি করে প্রকৃতপক্ষে তারাই হাইব্রিড আওয়ামীলীগ।


শেয়ার করুন