টেকনাফ উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

Teknaf Pic (A) 08-10-2015 (1)প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ বিষয়ক পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অর্জন করায় টেকনাফে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। ৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় টেকনাফ পাইলট হাইস্কুল থেকে আনন্দ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্ব্রে এসে পথসভায় মিলিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সোলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নাসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় যা দরকার প্রধানমন্ত্রী তাই করেছেন যা পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত করতে পারেননি। বিশ্বের বুকে বাংলাদেশ আজ রুল মডেল। শেখ হাসিনা তাই আজ শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর গর্ব, সারা পৃথিবীর সম্পদ। দেশের উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করে তারা বলেন, সব হারানোর পরও দেশের মানুষকে ভালোবেসে এই মানুষটি যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে সরে দাঁড়ালে দেশে পাকিস্তান আফগানিস্তানের মতো ভয়াল পরিস্থিতির উদ্ভব হবে বলেও মন্তব্য করেন তারা। পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর চারটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ। চলতি বছর শেখ হাসিনাকে পরিবেশবিষয়ক এই সর্বোচ্চ পুরস্কার দেওয়া হলো পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে।


শেয়ার করুন