টেকনাফে আনসার ক্যাম্পে হামলা: সন্দেহভাজন ৫ মিয়ানমার নাগরিক আটক

13439002_1616456521978638_6787615806742040284_nচীফ রিপোর্টার, সিটিএন:

টেকনাফের মোচনী শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে সশস্ত্র হামলা করে এক আনসার সদস্যকে হত্যা এবং সেখান থেকে অস্ত্র লুটে নেয়ায় জড়িত থাকার অভিযোগে ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ‌বৃহস্পতিবার (৩০ জুন) ভোর আনুমানিক ৩ টার দিকে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের পার্শ্ববতী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ ৫ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট এসএম শরাফত এ তথ্য জানান । আটক সবাই মিয়ানমারের নাগরিক বলেও দাবি করেছে ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

আটককৃতরা হল, মুচনি ক্যাম্পের ডি ব্লকের ৫ নং রুমের ৭২৯ নং সাইডের মৃত জালাল আহমদের পুত্র রফিক (৩০), ই-ব্লক ৯১৪ নং সাইডের ৩ নং রুমের মৃত বাছা আলীর ছেলে আব্দু রাজ্জাক (২৫), সি ব্লকের ১৩ নং সাইডের ৩ নং রুমের মৃত ফজল আহমদের ছেলে মো: হারুন ( ৩০), ই ব্লকের ৯১৪ নং সাইডের ৩ নং রুমের মৃত বাছা আলীর ছেলে আবদুস সালাম (২৯) ও সি ব্লকের ৮৭৯ নং সাইডের ২ নং রুমের মৃত আমির হামজার ছেলে জয়নাল প্রকাশ জানে আলম (৫০) কে গ্রেফতার করে।

এস এম শরাফত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত ১৩ মে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে হামলা চালায় অজ্ঞাত ৩৫ থেকে ৩৫ বন্দুকধারি। হামলায় নিহত হয় ক্যাম্পে দায়িত্বরত আনসার কমান্ডার আলী হোসেন। হত্যার পাশাপাশি বন্দুকধারিরা ক্যাম্প থেকে ১১ টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যায়।

আনসার ক্যাম্পে হামলায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার নুরুল আবছার আদালতে দেয়া জবানবন্দিতে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে দেয়া জবানবন্দিতে নুরুল আবছার জানিয়েছে, অস্ত্র সংগ্রহের অংশ হিসেবে মিয়ানমারের জঙ্গি সংগঠন আরএসও আনসার ক্যাম্পে হামলা এবং অস্ত্র লুট করেছে। নুরুল আবছার জবানবন্দিতে আরো বলেছে, হামলায় নেতৃত্ব দিয়েছে ফারুক, সে পাকিস্তানের নাগরিক।

প্রেস ব্রিফিংয়ে কর্ণেল মিফতাহ আরো বলেন, আটককৃতদের অধিকতর তদন্ত ও জিঙ্গাসাবাদ করা হবে। বর্তমানে বাকীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তাদেরকে যাচাই বাচাই করে আদালতে প্রেরণ করা হবে।


শেয়ার করুন