জ্বলে উঠলো ৬৮ মোমবাতির বাংলাদেশ

সিটিএন ডেস্ক :

৩১ আগস্ট দিনগত রাত ১২টা ১ মিনিট এক সঙ্গে জ্বলে উঠলো ৬৮টি মোমবাতির লেখা লাল সবুজের বাংলাদেশ। সম্মিলিত কণ্ঠে গেয়ে উঠলো সবাই আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি।

অন্ধকারের ছিটমহল হঠাৎ করে মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠলো সদ্য মুক্তি পাওয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী ছিটমহল।

কিছুক্ষণ আগেও যারা নিজ ভূখণ্ডে বাস করে ছিলেন ভিন দেশী, তারা এখন বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হলেন। আর তাই মুক্তির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।

এ ছিটমহলের লোকদের বরণ করতে ছুটে এসেছেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই কালীগঞ্জ কে.ইউ.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহম্মেদ, কালীগঞ্জের অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী।

এ সময় ওই ছিটমহলের প্রবীণ ব্যক্তি ছকবর আলীর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়ে ছিটবাসীকে বাংলাদেশি হিসেবে বরণ করে নেন খাদ্য প্রতিমন্ত্রীর ভাই খুরশিদুজ্জামান আহম্মেদ।

এ অনুষ্ঠানের আয়োজক লালমনিরহাটের সাংবাদিক সংগঠন প্রেসফোর ও অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী ছিটবাসীকে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেন।


শেয়ার করুন