জোর করেই মাঠে নামানো হচ্ছে রুবেলকে!

rubel_casual_sylhetচারটি ম্যাচের চারটিতেই পরাজয়; আক্ষরিক অর্থেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কোনঠাঁসা মুশফিকুর রহিমের দল সিলেট সুপার স্টার্স। আর সেই জয়খরা কাটাতে এবার তারা মাঠে নামাচ্ছে ইনজুরি থেকে ফেরা পেসার রুবেল হোসেনকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগের দিন রুবেল নিজেকে শতভাগ ফিট বলেই ঘোষণা করেছেন। তবে, দলের ভিতরের খবরটা ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক খেলোয়াড়ের দাবি, রুবেল এখন মোটে ৫০ ভাগ ফিট। তবে, দলের প্রয়োজনে অনেকটা জোর করেই মাঠে নামানো হচ্ছে তাকে।
এর আগে সংবাদ মাধ্যমের কাছে রুবেল নিজেকে ফিট ঘোষণা করে বলেন, ‘এখন অবস্থা আল্লাহর রহমতে ভালো। আজ বোলিং করলাম। কালও বোলিং করেছি। এখন অবস্থা বেশ ভালো। আমি আমার শতভাগ দিয়েই বোলিং করছি।’
সিলেট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে ম্যাচে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী রুবেল আরও বলেন, ‘কালকের ম্যাচ ইনশাল্লাহ আমি খেলব। এটা নিয়ে আসলে ওইরকম কিছু নেই। ম্যাচটা জেতা দরকার। আমরা চার ম্যাচ ইতিমধ্যে হেরে গেছি। আরো ছয়টা ম্যাচ আছে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু করা সম্ভব। আমরা চার ম্যাচ ইতিমধ্যে হেরে গেছি। আরো ছয়টা ম্যাচ আছে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু করা সম্ভব।’
তবে, রুবেলের এক সতীর্থ জানালেন ভিন্ন কথা। বললেন, ‘ও নিজে শতভাগ বললেও আসলে ৫০ শতাংশ ফিট। দলের প্রয়োজনে জোর করেই মাঠে নামানো হচ্ছে ওকে। পুরোপুরি ফিট হতে ওর আরও সপ্তাহদুয়েক সময় লাগবে।’
দেশের মাটিতে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তিনি দলে ছিলেন। সবই চলছিল ঠিক ঠাক। কিন্তু, ভালটা আর সইলো না ক্রিকেট বিধাতার। ‘এ’ দলের হয়ে ভারত সফরে গোড়ালির ইনজুরির কারণে ছিটকে যেতে হলো রুবেলকে। আর এই কারণেই তাকে বিপিএলের প্রথম পর্বে দেখা গেল না।
সেদিক থেকে সোমবার তার প্রত্যাবর্তনের ম্যাচ। তবে, নিজের বা দলের প্রতি বাড়তি কোন চাপ অনুভব করছেন না তিনি। বললেন, ‘না, আসলে বাড়তি কোনো চাপ – কিছুই না। আমার কাছে ওই রকম কোনো কিছুই মনে হয় না। আমাদের আগে ম্যাচ জিততে হবে। কারণ আমরা চারটা ম্যাচ হেরে গেছি। একটা ম্যাচ জিতলে সবকিছু ঠিক হয়ে যাবে।’


শেয়ার করুন