জেলার শীর্ষে কক্সবাজার সরকারী কলেজ

জেলায় উচ্চ মাধ্যমিক ফলাফলে বিপর্যয়

1468_77989সিটিএন রিপোর্ট :

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কক্সবাজারে পাশের হার গতবারের চেয়েও কমেছে এছাড়াও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায় আগের চেয়েও কম। তবে বরাবরের মত কক্সবাজার জেলায় শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারী কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৮০৫ জন। পাশ করেছে ৭৪৭জন, জিপিএ-৫ পেয়েছে ৭২জন, পাশের হার ৯২.৮০% ।
দ্বিতীয় স্থানে রয়েছে কক্সবাজার কমার্স কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল- ১৭২ জন। পাশ করেছে ১২৮ জন, জিপিএ-৫ পেয়েছে ০১ জন, পাশের হার ৭৪.৪২% ।
তৃতীয় স্থানে রয়েছে মহেশখালী কলেজ- তাদের মোট পরীক্ষার্থী ছিল- ৫৫৯ জন। পাশ করেছে ৩৩৮জন, জিপিএ-৫ পেয়েছে ০১জন, পাশের হার ৭৩.৬৪% ।
চতুর্থ স্থানে রয়েছে কক্সবাজার সরকারী মহিলা কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল ৬৯৬ জন। পাশ করেছে ৫১০জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৭৩.২৮% ।
৫ম স্থানে রয়েছে চকরিয়া কমার্স কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল- ৭৭ জন। পাশ করেছে ৫৫ জন, জিপিএ -৫ পেয়েছে নেই, পাশের হার ৭১.৪৩% ।
৬ষ্ঠ স্থানে রয়েছে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৩২২ জন। পাশ করেছে ২২৯ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৭১.১২ % ।
৭ম স্থানে রয়েছে কক্সবাজার হার্ভার্ড কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল- ১৩৫ জন। পাশ করেছে ৯৬ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৭১.১১ % ।
৮ম স্থানে রয়েছে মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -১২২ জন। পাশ করেছে ৮৪ জন, জিপিএ -৫ পেয়েছে ০২ জন, পাশের হার- ৬৮.৮৫ % ।
নবম স্থানে রয়েছে কক্সবাজার সিটি কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৭২৫ জন। পাশ করেছে ৪৮৭ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৬৭.১৭ %। এ কলেজে বিএম শাখায় মোট পরীক্ষার্থী ছিল -১২৩ জন। পাশ করেছে ১১৬ জন, জিপিএ -৫ পেয়েছে – ০৩জন, পাশের হার- ৯৪.৩ % ।’
দশম স্থানে রয়েছে চকরিয়া মহিলা কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৫১৭ জন। পাশ করেছে ৩৪৫ জন, জিপিএ – ৫ নেই, পাশের হার- ৬৬.৭৩ % ।’
একাদশতম স্থানে রয়েছে উখিয়া বঙ্গমাতা ফজিলতুন্নেছা মহিলা কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৩৩৬ জন। পাশ করেছে ২২৪ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৬৬.৬৭ % ।
দ্বাদশতম স্থানে রয়েছে কুতুবদিয়া কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৩৬৬ জন। পাশ করেছে ২৪২ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৬৬.১২ % ।
ত্রয়োদশতম স্থানে রয়েছে হোয়ানক কলেজ মহেশখালী । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৫৮ জন। পাশ করেছে ৩৮ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৬৫.৫২ % ।
চতুর্দশতম স্থানে রয়েছে ডুলাহাজারা কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৫৫৯ জন। পাশ করেছে ৩৫৯ জন, জিপিএ-৫ নেই, পাশের হার- ৬৪.২২ % ।
পঞ্চদশতম স্থানে রয়েছে ঈদগাহ ফরিদ আহমদ কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৪২৯ জন। পাশ করেছে ২৭০ জন, জিপিএ- ৫ নেই, পাশের হার- ৬২.৯৪ % ।
ষোড়শতম স্থানে রয়েছে রামু কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৪৫৮ জন। পাশ করেছে ২৩৬ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৫১.৫৩ % ।
সপ্তদশতম স্থানে রয়েছে টেকনাফ কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -১৬২ জন। পাশ করেছে ৭৮ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৪৮.১০ % ।

অষ্টাদশ স্থানে রয়েছে বদরখালী কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -২৬৪ জন। পাশ করেছে ১২৩ জন, জিপিএ- ৫ নেই, পাশের হার- ৪৬.৫৯ % ।
উনবিংশতম স্থানে রয়েছে উখিয়া কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৪১৬ জন। পাশ করেছে ১৯১ জন, জিপিএ-৫ নেই, পাশের হার- ৪৫.৯১ % ।
বিংশতম স্থানে রয়েছে চকরিয়া কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৭৩৭ জন। পাশ করেছে ৩০৪ জন, জিপিএ -৫ নেই, পাশের হার- ৪১.২৫% ।
একবিংশতম স্থানে রয়েছে চকরিয়া সিটি কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৮০ জন। পাশ করেছে ৩২ জন, জিপিএ- ৫ নেই, পাশের হার- ৪০ % ।
এবারে কক্সবাজার জেলায় ১৩টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এরআগে গতকাল রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল অবস্থার মধ্যে পরীক্ষা নিয়ে সময় মতো ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। যদি হরতাল অবরোধ না থাকতে, তাহলে পাসের হার কমতো না।


শেয়ার করুন