এমপি লিটনের দাবি পালিয়ে নয়,

জামায়াতের ভয়ে নিরাপদে ছিলাম

122234_1সিটিএন ডেস্ক :

শিশুকে গুলি করে আহত করার মামলার আসামি গাইবান্ধার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন দাবি করলেন, গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে ছিলেন না। বরং জামায়াতে ইসলামীর লোকজন তার ওপর হামলা চালাতে পারে- এই আশঙ্কায় তিনি নিরাপদে ছিলেন।

সোমবার হাইকোর্টে জামিন আবেদন খারিজ হওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন এমপি লিটন।

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় এতদিন পলাতক থাকার কারণ জানতে চাইলে এমপি লিটন বলেন, ‘আমি পলাতক ছিলাম না। আপনারা জানেন, আমার অস্ত্র দুইটি (সরকার) নিয়ে নিছে। আমার সিকিউরিটির ব্যাপার আছে। কারণ আমার এলাকা জামায়াত অধ্যুষিত। এ জন্য আমি একটু সেফে ছিলাম যাতে জামায়াতের কোনো লোক আমার ওপর হামলা না করতে পারে।’

হাইকোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ করবেন কিনা- এমন এক প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘কোর্টের আইন তো আমাকে মানতেই হবে।’

আত্মসমর্পণের নির্দেশ
এর আগে সোমবার দুপুরে লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে হাইকোর্ট এবং তাকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।

এর আগে সোমবার সকালে এমপি লিটনের আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হলে হাইকোর্ট লিটনকে বেলা ১টায় শুনানিতে হাজির করার নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ অনুসারে লিটন হাজির হলে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, লিটনকে গ্রেপ্তারের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।

গত ২ অক্টোবর সকালে এমপি লিটন মাতাল অবস্থায় শিশু সৌরভের পায়ে গুলি করেন।


শেয়ার করুন