জামায়াত নেতা মাসুদ কারাগারে

13095753_1532046107105094_1455322175530267520_nসিটিএন ডেস্ক 

ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

কেন্দ্রীয় কারাগারের গেটের সামনে থেকে মঙ্গলবার পুলিশ তাকে রমনা থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার করে বুধবার ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে।

আদালত মাসুদের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় সে চার্জশিট ভুক্ত আসামি।

এছাড়া ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮ এ বিচারাধীন বিশেষ ট্রাইব্যুনাল ৬৪৪/১৩ মামলায় জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

এছাড়াও বিশেষ মামলা ৬০৬/১৪, ৩২৭/১৫, ৯৯৪/১৫, ৬০৭/১৪ এবং এসিএম কোর্ট-৪ এ মতিঝিল থানার মামলা নং-৭(১২)১৩ মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, মোঃ আব্দুর রাজ্জাক, এস.এম কামাল উদ্দিন প্রমুখ আইনজীবী।

উল্লেখ্য: রমনা থানায় দায়ের করা ২০১৩ সালে দাঙ্গাহাঙ্গামার ও ভাঙচুর অগ্নিসংযোগ এর মামলায় চার্জশিট হয় এবং চার্জশিটে ডাঃ মাসুদ, শিবিরের সভাপতি হিসাবে তার নাম উল্লেখ ছিল। সে মামলায় পলাতক দেখায় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে। এ মামলায় কোনো আবেদন না থাকায় ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


শেয়ার করুন