জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায় যে সব কাজ

resize58672-400x249ইসলামিক ডেস্ক

পৃথিবীতে করে যাওয়া এমন কিছু কাজ আছেÑ যা পরকালে জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়। উপযুক্ত শাস্তি ভোগ বা আল্লাহর ক্ষমা ছাড়া সে ব্যক্তি কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারে না। এমন ১০টি বিষয় হলোÑ

১. ঈমান না আনা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لا يَدْخُلُ الْجَنَّةَ إِلا مُؤْمِنٌ তথা ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। [বুখারি ও মুসলিম]। তিনি আরও বলেন, لاتَدْخُلُوا نَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا তথা তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না। [মুসলিম : হাদিস ৫৪]।
২. প্রতিবেশীকে কষ্ট দেয়া
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ তথা যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না। [মুসলিম : হাদিস ৪৬]
৩. অহংকার করা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ তথা যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। [মুসলিম : হাদিস ৯১]
৪. চোগলখোরি ও পরনিন্দা করা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لا يَدْخُلُ الْجَنَّةَ نَمَّامٌ তথা চুগলখোর বা পর নিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। [মুসলিম : হাদিস ১০৫]।
৫. আত্মহত্যা করা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ ، فَهْوَ فِى نَارِ جَهَنَّمَ ، يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا ، وَمَنْ تَحَسَّى سَمًّا فَقَتَلَ نَفْسَهُ ، فَسَمُّهُ فِى يَدِهِ ، يَتَحَسَّاهُ فِى نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ ، فَحَدِيدَتُهُ فِى يَدِهِ ، يَجَأُ بِهَا فِى بَطْنِهِ فِى نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا তথা যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, সে তার বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। [বুখারি : ৫৪৪২, মুসলিম : ১০৯]

৬. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ তথা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। [মুসলিম : হাদিস ২৫৫৬]
৭. হারাম খাওয়া
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ نَبَتَ مِنْ سُحْتٍ তথা হারাম অর্থের মাধ্যমে (যে শরীরে) মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে জাহান্নামের আগুনই তার প্রাপ্য। [তাখরিজ মিশকাতুল মাসাবিহ]।
৮. উপকার করে খোটা দেয়া
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لا يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانٌ তথা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয়। [নাসাঈ : হাদিস ৫৬৮৮]
৯. ঋণ পরিশোধ না করা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ (জানাযার জন্য) নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন, সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কি না? যদি বলা হত করেছে, তবে জানাজা পড়তেন। অন্যথায় (সাহাবিদেরকে) বলতেন, صَلُّوا عَلَى صَاحِبِكُمْ তথা তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও (কিন্তু তিনি নিজে তাতে অংশ গ্রহণ করতেন না)। [মুসলিম : হাদিস ১৬১৯]
১০. বিশ্বাসঘাতক শাসক
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً ، يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ إِلا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ তথা যাকে আল্লাহ তায়ালা জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক অবস্থায় মৃত্যু বরণ করেছে তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। [মুসলিম : হাদিস ১৪২]

বি. দ্র : উপরোক্ত কাজগুলো (১ম টি ছাড়া) কবিরা গুনাহের অন্তর্ভূক্ত। কবিরা গুনাাহে লিপ্ত ব্যক্তিরা যদি তওবা করার পূর্বেই মৃত্যু বরণ করে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা না করেন তবে তাদের পরিণতি জাহান্নাম। তবে আল্লাহ তায়ালা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দিবেন যদি সে শিরক থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তায়ালা বলেন, إِنَّ اللَّـهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ তথা নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। [সুরা নিসা : ৪৮]।


শেয়ার করুন