জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আ’লীগের মাসব্যাপী কর্মসূচি

shok-dibos-15-august_1প্রেস বিজ্ঞপ্তি :
বাঙ্গালী জাতির শোকাবহ মাস ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ৩০ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় লালদীঘিরপাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের এক যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুর মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা শফিকুল কাদের শফি, এড. আমজাদ হোসেন, মোহাম্মদ হোসেন, মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, আবু হেনা মোস্তফা কামাল, এড. ফরিদুল আলম, ইঞ্জি. বদিউল আলম, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, তরুণ আওয়ামী লীগ নেতা এড. তাপস রক্ষিত, এড. অরূপ বড়–য়া তপু, এস.এম. মুজিবুল হক, এড. নাসির উদ্দীন, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দীন, জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, জেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগ নেতা ডা. পরিমল কান্তি দাশ, মিজানুর রহমান, এ.বি ছিদ্দিক খোকন, জহিরুল কাদের ভুট্টু, পৌর শ্রমিক লীগের সভাপতি শাহেদুল আলম রানা, পৌর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসাইন তানিম প্রমুখ।
আগামী ১ আগস্ট সকাল ৭টায়ং দলীয় কার্যালয়ে দলীয় কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কালোব্যাজ ধারণ, সকাল ১১টায় রক্তদান কর্মসূচি, বিকাল ৪টায় কোরআন খানি ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আগামী মাসব্যাপী জাতীয় শোকের মাসের মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে।

আজ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধি সভা

আগস্ট মাস জাতীয় শোক যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে অদ্য ৩১ জুলাই রোববার সন্ধ্যা ৭টায় স্থানীয় লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের এক যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
উক্ত যৌথ প্রতিনিধি সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, পৌর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণকে যথাসময়ে অবশ্যই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।


শেয়ার করুন