জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কক্সবাজার সিটি কলেজের মানব বন্ধন

cox-city-collegeসোমবার বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত কক্সবাজার সিটি কলেজ গেইটে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কক্সবাজার সিটি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা মিলে এক মানব বন্ধন কর্মসূচী পালন করেন। শিক্ষামন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিবারভূক্ত হিসেবে কক্সবাজার জেলায় সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কক্সবাজার সিটি কলেজ এ কর্মসূচী পালন করেন। শতাধিক শিক্ষক কর্মচারী তত্ত্বাবধানে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্বর্তফুর্তভাবে এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। কলেজের প্রধান গেইট সংলগ্ন প্রধান সড়কে উভয় পার্শ্বে এক কিলোমিটারের অধিক দীর্ঘ জঙ্গীবাদ বিরোধী শান্তিপূর্ণ এ মানব বন্ধনটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।
fileএ সময় অধ্যাপক নুরুহুদার সঞ্চালনায় এবং অধ্যক্ষ ক্যথিংঅং সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা শাহানুর আক্তার, বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা শারমিন সিদ্দিকা, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপিকা তসলিমা রশিদ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আক্তার উদ্দিন চৌধুরী, ইংরেজী বিভাগের অধ্যাপক হাশেম উদ্দিন, অধ্যাপক নুরুল আজিম, কম্পিউটার অপারেশনের অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী, সমাজবিজ্ঞানের অধ্যাপিকা পবন পাল, সাবেক ছাত্র ও সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র ইমরান, অর্থনীতি বিভাগের ছাত্র মিজান , বাংলা বিভাগের ছাত্র আজিম, কলেজের অফিস সহকারী নুরুল ইসলাম ও শাহাদাত প্রমূখ।
বক্তাগণ দেশকে অকার্যকর রাষ্ট্র করার লক্ষ্যে জঙ্গী নামে দানবের অভিপ্রায় কখনও সফল হবে না বলে উল্লেখ করেন। হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাহিনী, বাংলা ভাই যে নামেই দানবেরা সংগঠিত হবার অপচেষ্টা করুক ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষের সম্মিলিত মানবিক শক্তির কাছে তাদেরকে মাথা নত করতেই হবে। বাঙ্গালী জাতির গর্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভুমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং স্বাধীনতার আদর্শ অমানুষদের নিকট বিলিয়ে দেওয়া যাবে না। বক্তাগণ আরও বলেন শিক্ষাঙ্গন হবে মানুষ হবার আঙ্গিনা। এখানে জঙ্গীবাদ সন্ত্রাসবাদের কোন স্থান নাই। মানুষ হয়ে দেশকে শুধুমাত্র মানুষের প্রকৃত আবাসভূমিতে রুপান্তর করতে হবে।


শেয়ার করুন