জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারী কলেজে ছাত্রশিক্ষকের মানববন্ধন

Manob-bondon-pic-01-300x179মনিরুল ইসলাম::

‘প্রিয় বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দাঁড়াও’ স্লোগানটি মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রশিক্ষকরা এক মানববন্ধন করে। ২৭ জুলাই বুধবার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কক্সবাজার সরকারী কলেজ কর্তৃক আয়োজিত এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কক্সবাজার ইউনিটের সাধারণ সম্পাদক মফিদুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক, অভিভাবক, ছাত্রসমাজ ও সুশীল সমাজে সার্বিক সচেতনতাই পারে জঙ্গিবাদের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাড়াতে এবং সুষ্ঠু সুশীল সমাজ গড়তে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজের উপ-অধ্যক্ষ মোঃ ছলিমুর রহমান, প্রফেসর হোসেন মোহাম্মদ আরিফ ইলাহী, গিয়াস উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সুলাইমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আফরিন আরা খাতুন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কামরুল আহসানসহ প্রমুখ।

শিক্ষকদের পাশাপাশি মানববন্ধনে কলেজের ছাত্র প্রতিনিধি কায়ছারুল আলম মুন্না, জাকের হোসেন, আব্দু শুক্কুর, মেহেদি হাসান মুন্না, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, জুয়েল, রুস্তমসহ বিভিন্ন বিভাগের সহ¯্রাধিক ছাত্রছাত্রী অংশ নেন।


শেয়ার করুন