ছড়া বিষয়ক লিটলম্যাগ ছড়ুয়া’র ষষ্ঠ সংখ্যা প্রকাশিত

ramu pic Charua magazineসোয়েব সাঈদ, রামু :
কক্সবাজারের ছড়া সাহিত্যকে সমৃদ্ধ করে প্রকাশিত হয়েছে ছড়া বিষয়ক লিটল ম্যাগ ‘ছড়ুয়া’। তরুন ছড়াকার কামাল হোসেন সম্পাদিত ‘ছড়–য়া’ এ সংখ্যার মূল্য রাখা হয়েছে ৩০ টাকা। ৮০ পৃষ্ঠায় অফসেট কাগজে ছাপা ‘ছড়ুয়া’র ষষ্ঠ সংখ্যা (সেপ্টেম্বর ২০১৫) প্রকাশ করেছে চিন্তন প্রকাশন, কক্সবাজার। ছড়া হোক সমাজ বদলের হাতিয়ার, এ শ্লোগানের আলোকে কক্সবাজার থেকে প্রকাশিত ‘ছড়ুয়া’র ষষ্ঠ সংখ্যার চার রঙের প্রচ্ছদ অংকন করেছেন, দেশবরেণ্য জনপ্রিয় চিত্রশিল্পী উত্তম সেন।
মনোরম প্রচ্ছদে প্রকাশিত ‘ছড়ুয়া’ ষষ্ঠ সংখ্যায় দেশ বরেণ্য লেখকরা সহ জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ের সাহিত্য প্রেমিক ছড়াকাররা। এ সংখ্যায় ছড়া লিখেছেন, ছড়া স¤্রাট সুকুমার বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রাক্তন ডীন ভাষাবিদ ড.মনিরুজ্জামান, ছড়ার জীবন্ত কিংবদন্তি রফিকুল হক দাদুভাই, একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আবু হাসান শাহারিয়ার, বরেণ্য শিশুসাহিত্যক খালেক বিন জয়েনউদ্দিন, আসলাম সানি, সালেম সুলেরী, অধ্যাপক রফিকুর রশিদ, নাসের মাহমুদ, আলম তালুকদার, ফারুক নওয়াজ, চঞ্চলা চঞ্চু, রিপাত নিগার শাপলা, নজরুল ইসলাম শান্তু, জগলুল হায়দার, তপন বাগচী। গদ্য সাক্ষাৎকার দিয়েছেন, অভিনেতা-শিশুসাহিত্যিক খায়রুল আলম সবুজ। প্রবন্ধ লেখায় ছড়–য়ার এ সংখ্যা সমৃদ্ধ করেছেন, সুজন বড়ুয়া, ইমরুল ইউসুফ, আতিক রহমান। কক্সবাজার জেলার সব্যসাচী লেখক প্রয়াত কবি আশীষ কুমারকে নিয়ে মূল্যায়ন লিখেছেন, ড.মনিরুজ্জামান, কবি মুহম্মদ নূরুল হুদা, সুজন বড়ুয়া, ফারুক নওয়াজ। ছড়ায় ছড়া সাক্ষাৎকার দিয়েছেন, জনপ্রিয় ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক রহিম শাহ। ছড়া নাটিকা লিখেছেন উৎপলকান্তি বড়ুয়া। ছড়া লিখেছেন, আনজির লিটন, আতিক হেলাল, মোস্তাক রায়হান, অপু বড়ুয়া, মালেক মাহমুদ, শিবু কান্তি দাস, রমজান মাহমুদ, অদ্বৈত মারুত, মঈন মুরসালিন, ইমরান পরশ, কাদের বাবু, কাজী মোহিনী ইসলাম, ভাগ্যধন বড়ুয়া, অমিত বড়ুয়া, চন্দন চৌধুরী, চন্দন কৃষ্ণ পাল, দর্পন বড়ুয়া, ধনিরাম বড়ুয়া, ডাঃ কবির আহমদ, এম. সুলতান আহমদ মনিরী, সিরাজুল হক সিরাজ, সুলতান আহামদ, রুহুল কাদের বাবুল, মোহাম্মদ নাছির উদ্দিন, খালেদ মাহবুব মুর্শেদ, আলী প্রয়াস, আব্দুল হক সিকদার, নুরুল আলম হেলালি, সোহেল ইকবাল, খালেদ শহীদ, তৌহিদা আজিম, নুপা আলম, জহির ইসলাম, জাহিদ রুমান, সুদর্শন বড়ুয়া, নিলোৎপল বড়ুয়া, জাহাঙ্গীর আলম, সোয়েব সাঈদ, কামাল হোসেন, নাদিম মোস্তফা সামি, নুসরাত নৌশিন, সুমাইয়া তাসনিম নোভা, ওবাইদুল হক জীবন। ছড়–য়া ষষ্ঠ সংখ্যায় নতুন বিষয় হিসেবে স্থান পেয়েছে, ছড়াকার আতিক হেলাল এর সাথে ছড়–য়া সম্পাদক কামাল হোসেনের ফেসবুক চ্যাটিং। ছড়–য়া’র সম্পাদকীয় যোগযোগ, কামাল হোসেন, সম্পাদক ছড়ুয়া, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় গেইট, রামু, কক্সবাজর। ফোন- ০১৮১৮০৬০৪২৭, ই মেইল-

[email protected]


শেয়ার করুন