ছাত্র মৈত্রী কক্সবাজার জেলা সম্মেলন সম্পন্ন

“সুজা সভাপতি, জিকু সাধারণ সম্পাদক নির্বাচিত “

Pictureghuujসংবাদ বিজ্ঞপ্তি:
অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষার লড়াই অব্যাহত রাখো, সাম্রাজ্যবাদ, মৌলবাদ-দুর্নীতি-সন্ত্রাস প্রতিহত কর’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র মৈত্রীর কক্সবাজার জেলা সম্মেলন গতকাল ২৩ জানুয়ারি রাতে সম্পন্ন হয়েছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা কমিটির আহবায়ক ওসমান গনি। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জিহাদ উদ্দিন সুজাকে সভাপতি এবং জিকু পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ছাত্র মৈত্রী কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু। এর আগে গতকাল বিকালে কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজরে হোসেন বাদমা এম.পি। কাউন্সিলে নির্বাচিত ছাত্র মৈত্রী কক্সবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ হলেন-সভাপতি জিহাদ উদ্দিন সুজা, সহ-সভাপতি আলা উদ্দিন, সহ-সভাপতি ইপতিয়াজ নুর নিশান, সাধারণ সম্পাদক জিকু পাল, সহ-সাধারণ সম্পাদক ফজল রাজ, সাংগঠনিক সম্পাদক ছোটন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদুজ্জামান বাপ্পু, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক ক্লিনটন দাশ, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোফাচ্ছেরুল হক, দপ্তর সম্পাদক শাহ ফরহাদ সোহাগ, স্কুল বিষয়ক সম্পাদক আলী আক্কাস আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক প্রণয় ঘোষ, সম্মানিত সদস্য ওসমান গনি, সদস্য যথাক্রমে-আজিজুল হাকিম মাসুক, তাহের খান, মীর কাসেম, মাসুদ পারভেজ বাবুল। কমিটির অন্যান্য পদগুলোতে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।


শেয়ার করুন