ছন্দে ছন্দে করোনা’কে ভর্ৎসনা।

মেঘবালিকা

ওহে করোনা, তুমি কর কেন এত যন্ত্রনা;
প্রাণে সহেনা তোমারই কুমন্ত্রনা।
জানি তুমি কাউকে করনা করুনা,
তোমার নিষ্ঠুর তান্ডবে বিশ্ববাসীকে করেছো আজ ত্যানাত্যানা;
কত সইবো তোমার এ যাতনা!
প্লিজ তুমি চলে যাওনা, আমরা তোমায় চাইনা।
তুমি এসেছো উহান সিটি ফ্রম চায়না
তাই ধরেছো বায়না
দেশে দেশে করবে তোমার লেনাদেনা!
তুমি কি জানো না তুমি হলে মেড ফ্রম চায়না ,
তাই তোমার আনাগোনা বন্ধ করবে সারা দুনিয়া।

অদৃশ্যমান ভাইরাস করোনা;
অথচ তুমি সবাইকে দেখিয়ে তুলো ফনা!
তাই ত তোমায় ভয় পায় অগুনতি বরুনা।
তোমার কারণে হাসেনা, এখন কোনো ললনা।
কেন তুমি বিশ্বাস করনা
তোমাকে কেউ ভালোবাসেনা;
কেন তুমি বুঝনা
তোমাকে কেউ চায়না ।
কেউ তোমাকে বিন্দুমাত্র মিস করেনা।

তোমার মরনই সবার কামনা
তা কি তুমি জান না?
সবার একমাত্র সাধনা, ধ্বংস হোক তোমার সকল আনাগোনা;
সবাই চলোনা করোনা ভাইরাস চিরতরে নির্মূল হোক করি সেই প্রার্থনা।

হায়রে যুগ জামানা
ছোট্ট করোনা পৃথিবীর অহংকারী দেশ গুলোকে দেখিয়েছে আয়না
রাজপ্রাসাদের রাণী থেকে
রাস্তার ফকিরকেও সে ছাড়েনা।
হে আল্লাহ্ দয়াময় তুমিই পারো এই গজব থেকে আমাদের বাঁচাতে
তাই কবুল কর আমাদের সকলের প্রার্থনা।।

 


শেয়ার করুন