চ্যালেঞ্জ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ আমি চাইনি : মান্না

Manna2
আমাদের সময়.কম:
সধহহধরিকু আমির : বিএনপির নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে ফোনালাপে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ চাননি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
চ্যালেঞ্জ করে তিনি বলেন, আমি কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ চাইনি, চ্যালেঞ্জ, আগেও চ্যালেঞ্জ করেছি, এখনও করছি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)তে চিকিৎসাধীন মাহমুদুর রহমান মান্না বুধবার আমাদের সময় ডটকমকে এসব বলেন।
তিনি আরও বলেন, টেলিফোনে কথা বলেছি এটা আমাদের একান্ত বিষয়। তাই সরকার তা ফ্ল্যাশ করবে? এটা ঠিক না। এটা অন্যায়। আমি তো রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কথা বলিনি। বিএনপির আন্দোলনের নানাদিক নিয়ে কথা বলেছি। সরকারকে উৎখাতের কথাও বলিনি। আমি খোকা সাহেবকে বলেছি, ভাই এভাবে তো দেশ চলতে পারে না, সরকারকে দায়িত্ব পালন করতে দিয়ে সমঝোতার পথে আগান, গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেন। অথচ আমার সম্পর্কে অভিযোগ এনেছে রাষ্ট্রদ্রোহিতার। আমার রাজনৈতিক জীবনে আমার রাজনৈতিক শত্রুকেও কখনো মিথ্যা অপবাদ দিইনি। তারা জলজ্যান্ত মিথ্যা বলছে, মান্না লাশ চেয়েছে। আরে আমি তো এটা চাইনি। আচ্ছা যদি চাইতামও তাহলেও তো এটা রাষ্ট্রদ্রোহিতায় পড়ে না। আমি তো দেশের ধ্বংস চাইনি।
তিনি বলেন, আমি রাজনীতি করি ৫০ বছর ধরে। সরবই আছি। জনগণ জানে মান্না কি বলতে পারে। ভেবেছিলাম সিটি করপোরেশন নির্বাচন করব। প্রার্থীও ছিলাম। কিন্তু আমাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে। কারও সঙ্গে দেখাও করতে দেয় না। বাইরে কী হচ্ছে আমি জানি না। কীভাবে নির্বাচনে অংশ নেব? তবে হাল ছাড়িনি।
গণমাধ্যমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মিডিয়ার কাছে আমার অভিযোগ বা কষ্ট হচ্ছে, মিডিয়া জানে আমি কেমন। তারপরও এক্ষেত্রে আমাকে একটু স্পেস দেয়নি।


শেয়ার করুন