চৌফলদন্ডীতে পাউবির জমি দখল করে দোকান নির্মাণ

12004041_713596932106383_4411194878066689228_nনিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে পানি উন্নয়ন বোর্ড’র (পাউবো) জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের পশ্চিম-উত্তর পাড়া মনির আহমদের পুত্র জিয়াবুল হকের নেতৃত্বে এই অবৈধ দোকান নির্মাণ করা হচ্ছে। একই সাথে অবৈধ চিংড়িঘেরও তৈরি করা হয়েছে। এ নিয়ে সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, একাধিক মামলার আসামী জিয়াবুল হকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম-উত্তর পাড়ায় অবস্থিত পাউবোর জমি দখল করে কয়েকটি দোকানঘর নির্মাণ করছে। তারা একই সাথে পাশের জমিতে চিংড়িঘের তৈরি করছে। এতে এলাকায় সচেতন লোকজন বাধা দিলেও তাতে তোয়াক্কা করছে না ভূমিদস্যু জিয়াবুল ও অন্যরা। বাধাদানকারীদের উদ্দেশ্যে বেপরোয়া কথা বলছে।
অভিযোগ উঠেছে, জিয়াবুল তার সাবেক মেম্বার বাবার প্রতিপত্তিকে ব্যবহার করে এলাকায় দাপট দেখিয়ে চলছে। এলাকার অনেকে জানান, জিয়াবুল কাউকে তোয়াক্কা করে না। প্রভাব কাটিয়ে বল্গাহীন ভাবে চলাফেরা করছে।
তবে অভিযোগ অস্বীকার করে জিয়াবুল হক জানান, তিনি পাউবো থেকে ইজারা নিয়ে দোকান ঘর নির্মাণ করছে।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, ইজারাকৃত জমিতে পাকা ঘর নির্মাণের কোন ধরণের নিয়ম নেই। তা করে থাকলে তা হবে অবৈধ।


শেয়ার করুন