চুয়াডাঙ্গায় গুলি তৈরির ৬ হাজার কেজি সীসা উদ্ধার

photo (1)_51230সিটিএন ডেস্ক:
চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় গুলি তৈরির ৬ হাজার কেজি সীসা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। উদ্ধার করা এ সীসার মূল্য আড়াই কোটি টাকার উপরে।
শনিবার ভোর ৫টার দিকে  উপজেলার গিরিবাবুর তেল পাম্পের নিকট একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এ সীসা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ভোরে ২৩ সদস্যের একটি বিজিবি টহল দল গোপন সংবাদে জেলার আলমডাঙ্গা উপজেলার গিরিবাবুর তেল পাম্পের নিকট একটি ট্রাকের গতিরোধ করে (যশোর ট-১১-২০৭৭)। এ সময় চালকসহ ৫-৬ জন চোরাচালানি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮৬৭ কেজি সীসা উদ্ধার করা হয়, যার মূল্য  ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৫শ টাকা।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, এ সীসা ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকে বহন করে নেয়া হচ্ছিল। এগুলো সাধারণত আগ্নেয়াস্ত্রের গুলি ও সেকেন্ডারি ব্যাটারির লিড (বর্তমানে নিষিদ্ধ) তৈরির কাজে ব্যবহৃত হয়।

শেয়ার করুন