চাক সম্প্রদায়ের ভালোবাসায় সিক্ত হলেন ক্যউচিং মাষ্টার

হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের অঁজপাড়া গ্রাম হিসাবে পরিচিত ¤্রাছাঅং চাক পাড়া থেকে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য অন্তর্ভুক্তি ছিল চমকপ্রদ। একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্যউচিং চাককে জেলা পরিষদের সদস্য নির্বাচনের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সমালোচনাও করেছিলেন কেউ কেউ। তবে চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহনের পর নিজের জাত চেনাবার জন্য ত্যাগি রাজনৈতিকনেতা এবং সচেতন মহলের পাশাপাশি সেইসব সমালোচকদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছেন তিনি।
জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে নিজের জন্মস্থান উপজেলার সদর ইউনিয়নের ¤্রাচাঅং চাক পাড়ায় ফিরে তাই পেলেন বীরের সংবর্ধনা। এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায় পাড়া কমিটি এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। শুরুতেই চাক নারী-পুরুষ ও তরুণ-তরুনী কর্তৃক ফুলে ফুলে সিক্ত হলেন সংবর্ধিত অতিথি পার্বত্য বান্দরবান জেলা পরিষদের নব-নির্বাচিত সম্মানিত সদস্য ও পাড়ার ছেলে ক্যউচিং চাক।
এসময় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মার প্রচেষ্টায় আজ এতদোর এগানো সম্ভব হয়েছে। এ জন্য উনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। পাশাপাশি আগামীতে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে মডেলে পরিণত করতে সকল সম্প্রদায়ের লোকজনকে ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি চোচুমং মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, উহ্লামং চাক, উমং চাক, মংজাইদা, কারবারী চাইহ্লাঅং চাক, রোওয়াজা চাইহ্লাঅং চাক।
অনুষ্ঠানে কলেজ ছাত্র উথোয়াইচিং চাক এর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হাসান, আলী হোছেন, মিজানুর রহমান, আনসার উল্লাহ, স্বপন চাক, মংক্যা চাক, আখাই চাক, মাশৈহ্লা চাক, জ্যানিংমে চাক প্রমূখ।


শেয়ার করুন