চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ চলছে

2016_03_29_19_00_33_oxiPiphrmxNUQlFYPYeEnSLVnK4ukH_800xautoসিটিএন ডেস্ক:

নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা নিহতের জের ধরে চকবাজার থানার গোলপাহাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপে ব্যপক সংঘর্ষ চলছে।

ঘটনাস্থল থেকে জানান, সংঘর্ষে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। বর্তমানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মীরা প্রবর্তক এলাকায় ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগ কর্মীরা গোলপাহাড় এলাকায় অবস্থান নিয়েছে।

2016_03_29_18_16_39_h9yPZhRdL0STcFgmPAcPXEd9Xtm1Ey_originalআরো জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নিহত ছাত্রলীগ নেতা সোহেল আহমেদের (২৪) মরদেহ দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। গোলপাহাড় এলাকায় মহিউদ্দিন চৌধুরী সমর্থিতদের ধাওয়া খেয়ে ফেরার সময় আ জ ম নাছির উদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ল’ক্যাম্পাস, সেবা ক্লিনিক, ন্যাশনাল হাসপাতালে ব্যপক ভাঙচুর চালিয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সোহেল আহমেদ (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন।

2016_03_29_18_16_32_M1MlCVAO5asfFd5h1KTmkQYlnvFJ27_originalসূত্র জানায়, আজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে বিবিএ’র ৩১ তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া ছিল। এ অনুষ্ঠাণে প্রধান অতিথি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী না সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন হবেন তা নিয়ে বিরোধ চলছিলো।
চমেক মর্গ থেকে নিয়ে যাওয়া হচ্ছে সোহেলের মরদেহ

এ নিয়ে দুপুর দেড়টার দিকে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিম গ্রুপের কর্মীদের সাথে নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মীদের কথা কাটাকাটি হয়। এসময় দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল আহমেদসহ আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন