ঘুষের ভিডিও: সেই কর্মকর্তা প্রত্যাহার

sahidul-edসিটিএন ডেস্কঃ

রোববার বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে বলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মো. শহিদুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।”

নিজের কার্যালয়ে বসে শহিদুল হকের ঘুষ নেওয়ার ভিডিওসহ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়।

ওই ভিডিওতে দেখা যায়, শহিদুল হক ব্যবসায়ীদের সঙ্গে দর-কষাকষি করছেন, টাকা বুঝে নিয়ে পকেটে রাখছেন।

কয়েকজন ব্যবসায়ী সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে ওই ভিডিওসহ অভিযোগ দাখিল করার পর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে বলেও ওই প্রতিবেদনে  জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থেই শহিদুলকে দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


শেয়ার করুন