গুলশানের হলি আর্টিজানে হামলার প্রতিবেদন দাখিল ২২ জানুয়ারি

গুলশানের হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন আগামী ২২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরি এ দিন ধার্য করেন।

আজ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী দিন ধার্য করেন আদালত।
পুলিশ জানায়, এ ব্যাপারে এখনো তদন্ত চলছে। তদন্ত সম্পন্ন হলে পরবর্তী দিনে এ প্রতিবেদন দাখিল করা হবে।
জঙ্গিরা গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি হোটেলে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে । এসময় দুই পুলিশ সদস্য নিহত হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গিসহ ৬ জন নিহত হয়।
এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।


শেয়ার করুন