‘গির্জা বাঁচাও নইলে মুসলমান হয়ে যাবো’

girja-400x224সিটিএন ডেস্ক:

পুরনো গির্জা মেরামত না করে দিলে মুসলমান হয়ে যাওয়ার হুমকি দিয়েছে সর্বিয়ার একটি গ্রামের খ্রীস্টান বাসিন্দারা। চিঠির মাধ্যমে তারা দেশটির চার্চ প্রধান পেটার ইয়ার্ক আয়রেঞ্জকে এ হুমকি দেন।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের নিকবর্তী গ্রামের বাসিন্দারা চার্চ প্রধানকে চিঠিতে লেখেন, তারা এ ইচ্ছা ফিরিয়ে নেবেন যদি তাদের চার্চকে মেরামত করে দেওয়া হয়, এবং এটাকে না ভাঙ্গা হয়।
গ্রামবাসীরা বলেন, আমাদের আপনার সমর্থণ না পাওয়া গেলে বাধ্য হয়ে আমরা ইসলামধর্ম গ্রহণ করে নেবো। তবে সার্বিয়ার আইন অনুযায়ী আমারা আমাদের ইবাদতখানা হেফাজতের সর্বাধিক অধিকার রাখি। তবে ধর্ম ত্যাগ করলেও ‘যীশু খ্রীষ্ট’ তাদের অন্তরেই থাকবে বলে জানান।
গত জুলাই মাসে ঝড়ে ১৫০ বছরের পুরনো গির্জাটির ছাদ ধ্বসে ধ্বংস হয়ে যাওয়ার পর আন্দোলন শুরু হয়।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, এ পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন ভবন তৈরি করা উচিত। কারণ ভবনটি ভেঙ্গে যাওয়ার কারণে এর ভিত্তিপ্রস্তর দুর্বল হয়ে পড়ে।
তবে বার্তাপ্রেরকদের একজন বলেন, তিনি একজন ভূমি বিশেষজ্ঞ। ভবনটি পূণনির্মাণ করা হলে কোনো ধরনের ক্ষতি হবে না।
গ্রামবাসীরা বলেন, আমরা চাইলে অতিরিক্ত আরও পাঁচটি চার্চ গড়ে তোলতে পারি। তবে আগে আমাদের পুরনো চার্চটিকে সংরক্ষণ করা হোক।


শেয়ার করুন