গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের সাথে মতবিনিময় সভা করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মোস্তফা কামাল। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ ফাঁড়ীর ইনচার্জ বলেন, সমাজকে বদলাতে হলে আদর্শ শিক্ষকের প্রয়োজন। শিশুদের মেধার বিকাশ ঘটাতে শিক্ষকদেরকেই ভূমিকা পালন করতে হবে। যারা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে ব্যার্থ হবেন, তারা শিক্ষক হিসাবে কোনদিন সফল হতে পারবে না।
এসময় তিনি আরো বলেন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও সন্ত্রাস দূর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষকদের ভূমিকা রয়েছে। তাই দায়িত্ববোধ থেকে একটি সুন্দর সামাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হাবিব উল্লাহ চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য আবদুল মতলব, ইউসুফ মেম্বার, সিনিয়র শিক্ষক আহমদ শাহ বাবুল, আবুল কাশেম, ফখর উদ্দিন, আবু মুছা কুতুবি, মিল্টন দত্ত, আসহাব উদ্দিন, সুকুমার বড়–য়া, মো: জাকারিয়া, রহিম উল্লাহ, উমর ফারুক চৌধুরী, সিমলা প্রভা দে, অসিত পাল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ।


শেয়ার করুন