গর্জনিয়ায় নববর্ষে পান্তা উৎসব

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে প্রথম বারের মত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ নববর্ষ। তরুণ সমাজের উদ্যোগে এ উপলক্ষে আয়োজন করা হয় মেহেদি ও ঐতিহ্যবাহী পান্তা উৎসব। পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সোমবার বিকালে মেহেদি উৎসব অনুষ্ঠিত হওয়ার পর ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে ভোরের আলো ফুটার কয়েক ঘন্টার মধ্যেই (সকাল ৭টা) ঐতিহাসিক শাহ সূজা সড়কের বোমাংখিল পয়েন্টে পান্তা-ইলিশ উৎসবে মেতে উঠে তরুণ ও সুসিল সমাজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, কচ্ছপিয়া আইডিয়াল কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইদ্রিস সিকদার, গর্জনিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, আওয়ামী লীগ নেতা নাছির উল্লাহ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার নাথ, সমাজ সেবক ছুরুত আলম, যুবনেতা কামরুল আহসান সোহেল, মোহাম্মদ শাহীন, ছাত্রনেতা আবুল মনছুর, শহিদ উল্লাহ, শাহ কামাল, আবু বক্কর, ওয়াসিমুল আলম চৌধুরী, ইনজামাম উল হক, শিক্ষক গোলজার বেগম, ফাতেমা আক্তার রিনা প্রমূখ। অনুষ্ঠান শেষে মেহেদি উৎসবে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ বর্ষবরণের সঙ্গে অনানুষ্ঠানিক পান্তা-ইলিশের সমন্বয় হয় ১৯৮৩ সালে। ধীরে ধীরে তা ঐতিহ্যে রূপ নিয়েছে। ফলে পহেলা বৈশাখের উৎসবের সঙ্গে এখন পান্তা-ইলিশের বিষয়টি সার্বজনীন।


শেয়ার করুন