গর্জনিয়ায় আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দুর্গম এলাকা বড়বিল গ্রামে অসহায় গরীব জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আল নজির ফাউন্ডেশন। শুক্রবার সকাল ১০টায় বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার মাঠে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানের মাধ্যমে ১২৫ পরিবারকে খাদ্য সামগ্রী (চাউল) তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, আল নজির ফাউন্ডেশন দীর্ঘকাল ধরে অসহায় মানুষের পাশে দাড়িয়ে আত্ম মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এ সংস্থাটি খাদ্য সামগ্রী ছাড়াও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, অসুস্থদের চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানিয় জলের ব্যবস্থা, পবিত্র রমজান মাসে দুস্থদের মাঝে ইফতার বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, মুক্তিযোদ্ধাদের ভাতা, গরীব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বিবাহে অক্ষম ব্যক্তিদের নগদ টাকা বিতরণ ছাড়াও নানা ধরণের কর্মসূচি বাস্তবায়ন করছে।
আল নজির ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল নজির ফাউন্ডেশনের উপদেষ্টা আল্লামা হাফেজ আব্দুল হক, সমাজ সেবক মনজুর আলম, সমাজপতি ডা.নুরুল আবছার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবছার কামাল প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ডঃ শেখ হারুন আজিজি আন নদভীর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়। যাতে আগামীতে এ ধরনের সহযোগিতার হাত আরো প্রসারিত করেন।


শেয়ার করুন