গভীর অনিশ্চয়তায় বাংলাদেশ: এএইচআরসি

সিটিএন ডেস্ক:

চলমান রাজনৈতিক সংকট বাংলাদেশকে গভীর অনিশ্চয়তার দেশে পরিণত করেছে বলে মনে করছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন।  সংস্থাটির মতে, এ পরিস্থিতির পেছনে অন্যতম  কারণ সংবিধানের ১৫তম সংশোধনী।
শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেছে মহাদেশীয় এই মানবাধিকার সংস্থাটি।
কমিশনের বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের প্রতিবাদ সমাবেশের স্থানগুলো এখন অনিরাপদ হয়ে উঠেছে। এমনকি প্রতিবাদ কর্মসূচি না থাকলেও দেশটিতে জনগণ ও সম্পদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।  ভেঙে পড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থায় রয়েছে যে, সরকারপন্থী দল বা সরকারবিরোধী প্রতিবাদকারী বা বলতে গেলে যে কেউই জনসমক্ষে, সম্পদহানি আর মানুষকে আহত বা হত্যা করতে পারে। আর তা করতে পারে কোনো রকম জবাবদিহি বা বিচারের ভয় ছাড়াই।”

বিবৃতিতে আরো বলা হয়, “প্রায়ই এসব কর্মকাণ্ড চলাকালে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোনো রকম হস্তক্ষেপ না করে স্রেফ প্রত্যক্ষ করছে বা তারা হস্তক্ষেপ করলেও তার ফল হচ্ছে জনগণ ও সম্পদের আরো বেশি ক্ষয়ক্ষতি।”


শেয়ার করুন