খালেদা জিয়ার ‘লাশের’ অপেক্ষায় এরশাদ

119441_1সিটিএন ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপি এখন কফিনে আছে। খালেদা জিয়া যেদিন জেলে যাবেন, সেদিনই দলটির কফিনে শেষ পেরেক লাগবে।

তিনি বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘১/১১’র আগে ময়মনসিংহে একটি জনসভায় খালেদা জিয়া বলেছিলেন- এরশাদের ঠিকানা হবে জেলখানা, বের হবেন লাশ হয়ে। খালেদা ভেবেছিলেন- তিনি আবার ক্ষমতায় যেতে পারবেন। কিন্তু আমি জীবন্ত আছি। কে লাশ হয়ে বের হয়, তা দেখার অপেক্ষায় আছি।’

নেতাকর্মীদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিএনপি এখন কোথায়? জবাবে দেন নিজেই- বিএনপি এখন কফিনে। তারা আন্দোলনের ডাক দেয়, কিন্তু কেউ রাস্তায় নামে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশেষ দূত বলেন, ‘জাতীয় পার্টিই একমাত্র দল, যারা সরকারের গুম, খুন, হত্যা নিয়ে কথা বলেছে। প্রতিবাদ করছে। গণতন্ত্রের পক্ষে কথা বলেছে।’

তিনি জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতি আহবান জানান।


শেয়ার করুন