খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির নির্দেশ আদালতের

খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির নির্দেশ আদালতেরশীর্ষ নিউজ :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালত এই নির্দেশ দেন।

বিস্ফোরক আইনে গুলশান থানায় দায়ের করা ২৫ (২) ১৫ নম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ তল্লাশি পরোয়ানা (সার্চ ওয়ারেন্ট জারি করেন)।

আদালতে ওই তদন্ত কর্মকর্তা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মামলার ১৪ জন আসামি বিএনপির গুলশান কার্যালয়ে রয়েছেন। সেখান থেকে তারা নাশকতার পরিকল্পনা করছেন। নাশকতায় ব্যবহৃত  সরঞ্জামাদি মজুদ করে সরবরাহও করতে পারেন। এজন্য ওই কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রয়োজন।

এরপর আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেন।

এদিকে এই পরোয়ানা জারিকে আদিম বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ দাবি করে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়াকে আইনি অধিকার না দিয়ে লুকোচুরি করা হচ্ছে।


শেয়ার করুন