খরুলিয়া উচ্চ বিদ্যালয়ে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরৎ দেয়নি

আতিকুর রহমান মানিক, কক্সবাজার:
কক্সবাজার সদরের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ে এসএস সি পরীক্ষাথীদের থেকে ফরম ফিলআপ বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পুরন বাবদ ইতিপূর্বে আদায় করা অতিরিক্ত অর্থ আদালতের নির্দেশের পরেও ফিরিয়ে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। উপরোক্ত স্কুলের ভুক্তভোগী ছাত্র-ছাত্রী ও অবিভাবক মহল নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত নভেম্বর মাসে এসএস সি পরীক্ষার ফরম পুরন করার সময় নিধারিত ফি ১২০০ টাকা নেয়ার নিয়ম থাকলেও প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের নির্দেশে ৩,১৬৫ টাকা করে আদায় করা হয় । অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে ছাত্র-ছাত্রী-অবিভাকরা আপত্তি জানালেও তা ধোপে টিকেনি। অবশেষে স্কুল কর্তৃৃপক্ষের নির্দেশিত ৩,১৬৫ টাকা আদায় করতে বাধ্য হন ছাত্র-ছাত্রীরা। এভাবে প্্রায় সাড়ে তিন লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়া হয়েছে । এসএসসি পরীক্ষার ফি বাবদ আদায় করা অতিরিক্ত টাকা ফেরৎ দিতে হাইকোর্ট নির্দেশ দিলেও ফেরৎ দিচ্ছেনা স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, ফরম পূরণের সরকারী ফি’র সাথে আলাদা ক্লাস ও উন্নয়ন ফি মিলিয়ে একটু বেশী নেওয়া হয়েছে । এ নিয়ে নিউজ করার দরকার নেই বলেও নসিহত করার চেষ্টা করেন তিনি।


শেয়ার করুন