কেন্দ্রীয় নির্দেশে হাজীদের সেবায় মক্কা বঙ্গবন্ধু সৈনিকলীগ

ha2 copyমক্কা ও জেদ্দা প্রতিনিধি :

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে চল্লিশ লক্ষের বেশী হাজী হজ্জ করতে আসেন পবিত্র মক্কায় । এর মধ্যে বাংলাদেশী হাজী রয়েছে প্রায় লক্ষাধিক।হাজীদের চুক্তি মোতাবেক সেবা দিচ্ছেনা অভিযোগ রয়েছে অনেক ট্রাবেল এজেন্সীর বিরুদ্ধে।বাংলাদেশী হাজীদের সাথে কথা বলে জানাযায়,দেশে হাজী সংগ্রহের সময় তাদেরকে বিভিন্ন সেবার কথা বললেও মক্কার আসলে তার ব্যতিক্রম দেখা যায়।

খাবার থেকে শুরু করে হোটেল স্থানের দূরত্ব সব কিছু ভিন্ন।সাথে সাথে মোয়াল্লেম দিয়ে ওমরাহ করানো কথা থাকলেও অনেক ট্রাবেল এজেন্সি আছে,হাজী মক্কায় পৌছলেঁ তাদেরকে কা’বা ঘরে ডুকিয়ে দিয়ে গ্রপ লিডারা চলে যায়। অনেক বৃদ্ধ লোক আছে যারা রাস্তা হারিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ভোগান্তিতে পড়ে। এ সমস্ত হাজীদের রাস্তা দেখিয়ে সেবা দেওয়ার মক্কা মহানগর সৈনিকলীগকে নির্দেশ দিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল ইসলাম ও মুখপাত্র জি এইচ এম কাজল।

তিনদিন ধরে রাস্তা হারিয়ে যাওয়া হাজীদের রাস্তা দেখাচ্ছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের মক্কার সভাপতি মো: ইব্রাহিমের নেতৃত্বে সহ-সভাপতি ওসমান, সাধারন সম্পাদক মো: হোসেন যুগ্ন-সাধারন সম্পাদক মনজুর আলম, প্রচার সম্পাদক মো: মুসা প্রকাশ টিপু দপ্তর সম্পাদক ইমরান হোসেন রুবেল, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আবুল ফয়েজ জাফর। এ সময় রাস্তায় হারিয়ে যাওয়া ৬০ বছরের বৃদ্ধ শাহিনবাগ নোয়াখালীর মোহাম্মদ ফাজলির রহমান,৬২ বছরের বৃদ্ধা বাংগোরা পাবনার ইসহাক আলী মোল্লা ও ৫৮ বছরের বৃদ্ধা বাংগোরা পাবনার হাছান আলী রাস্তায় হারিয়ে গেলে তাদের রাস্তা দেখিয়ে সহযোগীতার করার জন্য সৈনিকলীগের নেতাদের ধন্যবাদ জানান।মক্কা সৈনিকলীগের এ মহতি কাজ চালিয়ে গেলে দেশের বৃদ্ধ হাজিরা মক্কার আর রাস্তা হারিয়ে ভোগান্তিতে পড়বেনা এ রকম আশা ব্যক্ত করেন।


শেয়ার করুন