কুতুবদিয়ায় প্রশাসনের ইমামদের নিয়ে জঙ্গী প্রতিরোধ সভা

 

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মসজিদের ইমাম ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে জঙ্গী প্রতিরোধে জন সচেতনতা মূলক সভার আয়োজন করেছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন। ২১ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয় “ইসলামের অপব্যাখ্যা করে উত্থান হওয়া জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভার”। উপজেলানিবার্হী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই,কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা,দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী,লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন,উত্তর ধূরুং ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন,কৈয়ারবিল ইউপি প্যানেল চেয়ারম্যান কপিল উদ্দিন,কুতুবদিয়া সমিতির প্রধান উপদ্রেষ্ঠা ও কুতুবদিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা,প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাজাহান সিকদার,বাংলাদেশ ডিজিস্টার প্রি-পেয়ার্ডনেস সেন্টার(বিডিপিসি) প্রজেক্ট অফিসার মোঃ আহাদ আলী মৃধা(জুলেয়)সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,খতিব,শিক্ষা প্রতিষ্ঠানের সুপার/অধ্যক্ষ, শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পেশা জীবীর দু’শতাধীক সচেতন নাগরিক। সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গীবাদকে সমর্থন করেনা। যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে বোমাবাজী করে মানুষ হত্যা করে তারা প্রকৃত পক্ষে ইসলামের দুশমন। যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে তাদের অতীত পরিচয় বিশ্লেষন করলে তাদের মধ্যে ইসলামের লেশমাত্র খুঁেজ পাওয়া যায়না। বক্তারা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া দু’টি বড় জঙ্গী হামলার কথা উল্ল্যেখ করে বলেন, এমন নিশ্বসংতম হত্যাকান্ড মস্তিষ্কবিকৃত ব্যক্তি ছাড়া ইসলামের কোন অনুসারী কিংবা অন্য কোন বিবেকবান মানুষ করতে পারেনা।সভাপতির বক্তব্যে (ইউএনও)সালেহীন তানভীর গাজী বলেন,কুতুবদিয়া উপজেলাকে জঙ্গীমুক্ত রাখতে মসজিদের ইমাম,মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সমাজের সচেতন ব্যাক্তি,সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীর সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া পরিবারের নিখোঁজ ব্যাক্তিদের তথ্য থানা’কে দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ করেছে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই।


শেয়ার করুন