কুতুবদিয়ায় অগ্নিকান্ডে বসত-বাড়ি পুড়ে ছাই

02222কুতুবদিয়া প্রতিনিধি : কুতুবদিয়া উপজেলার কুতুব শরীফ দরবার এলাকায় হযরত শাহ আব্দুল মালেক মুহিউদ্দিন আল- কুতুবী (রাঃ) এর প্রথম কন্যা শাহজাদী মোবাশ্বেরা বেগমের (আবুর বাপের) বাড়ি  গতকাল  ২৯শে জুন দিবাগত রাত ১টায় অগ্নিকান্ডে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ,বাড়ির উত্তর পার্শ্বে রান্না ঘরে প্রথমে আগুন লাগে। গৃহপালিত কুকুরের শব্দশুনে মনজুরের স্ত্রী শাহানা বেগমের ঘুম ভাঙ্গে। এবং কাজের ছেলে মান্নান এর গায়ে আগুণের গরম তাপ লাগলে সে আগুন আগুন করে চিৎকার করলে বাড়িতে থাকা লোকজন বাহিরে বেরিয়ে পড়েন।  বাড়িটি বেঁড়া ও ছনের চাউনি হওয়ায় ২০ মিনিটের মধ্যে সমস্ত ঘরে আগুন ধরে যায়। আগুনের অগ্নিশিখা দেখে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, ডিউটিতে থাকা থানার এস.আই দিবাকর রায়, সাথে থাকা পুলিশ ফোর্স, কৈয়ারবিল ইউনিয়নের এম.ইউ.পি কফিল উদ্দিন ৩০/৪০জন লোক নিয়ে লাল গাড়ি করে এসে এলাকার গণ্যমান্য এবং সাধারন জনগণের সাথে আগুন নিবারনের কাজে যোগ দেয়। এতে বাড়িতে থাকা নগদ টাকা, ফার্ণিচার, স্বর্ণ-অলংকার, বিশ হাজার টাকার হাঁস-মুরগী ও  অন্যান্য সামগ্রীসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয় জানান। উল্লেখ্য যে এর আগে কুতুব শরীফ দরবারে ৩০/১২/২০১০ইং ফাতেহার এন্তেজামা গোদামে, ১০-১২/০২/২০১৫ইং আন্দর বাড়ী, ২৩/০২/২০১৬ইং ষ্টোর বিভাগের ৩য় তলায় আগুন লেগে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে ছিল। এছাড়াও অত্র ইউনিয়নে ১৯৯২সালে ধূরুং বাজার কয়েকটি দোকান, ২০০৯ সালে ধূরুং বাজার কামাল  সিকদার মার্কেট, ২০১১ সালে সিকদার পাড়া মাঃ হাসানের রান্না ঘর, ২০১২ সালে পেচাঁর পাড়ায় কয়েকটি বাড়ী, ২০১৩সালে ধূরুং বাজার বাদাম বিয়ারী শামসুদ্দীনরেসহ ৪টি দোকান ও বরইতলী পাড়ায় ১টি ঘর আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।


শেয়ার করুন