১৩টি বসত বাড়ী ভাংচুর

কুতুপালং শরনার্থী ক্যাম্পে বন্য হাতির তান্ডব, নিহত-১

প্রতীকি ছবি

উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে বন্য হাতির তান্ডবে ১ রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ শরিফ (৬০)। সে মিয়ানমারের মংডু এলাকার মৃত আলী জুহুরের ছেলে।

এসময় বন্য হাতির আরো ১৩টি বসতবাড়ীতে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের সভাপতি আব্দুর রহিম জানান, প্রতিনিয়ত বন্য হাতির হানা দিয়ে থাকে কুতুপালং ক্যাম্প ও বস্তি এলাকায়। ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গাদের ধাওয়া খেয়ে অন্যান্য সময় বন্যহাতিরদল পালিয়ে গেলেও বোরবার রাতে হাতির দল তাড়াতে গেলে শরিফকে ধরে ফেলে, এতে ঘটনাস্থলে তাকে পায়েপিষ্ঠ করে অজ্ঞান করে ফেলে পরে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। ঘটনার সত্যতা স্বীকার করে কুতুপালং পুলিশ ফাড়ির ইনচার্জ শাখাওয়াৎ হোসেন বলেন রোহিঙ্গারা বন্য হাতির আভাসস্থল দখল করে ঝুপড়ি নির্মাণ করায় হাতিরদল লোকালয়ে হানা দিচ্ছে। এতে দুর্ঘটনা ঘটছে।


শেয়ার করুন