কুতুপালং বস্তির ২ রোহিঙ্গা সহোদরের মর্মান্তিক মৃত্যু

“বাঁধের পানিতে গোসল করতে গিয়ে ”

শফিক আজাদ,উখিয়া প্রতিনিধি।

উখিয়া পাশ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের চাইল্যাতলি নামক স্থানে বাঁধের পানিতে গোসল করতে গিয়ে গতকাল শুক্রবার বিকাল ৩টায় ইট ভাটার দুই রোহিঙ্গা শ্রমিক সহোদরের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বস্তির তাজুর মুল্লুকের ছেলে ছৈয়দ আমিন (৭) ও খাইরুল আমিন (৮) ইট ভাটায় রান্না-বান্নার কাজ শেষ করে বাঁেধর পানিতে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয লক্ষিকান্ত বড়ুয়া মেম্বারের ইট ভাটার বাঁধের পানিতে ডুবে গতকাল ২ রোহিঙ্গা সহোদরের করুণ মৃত্যু হয়। বিষয়টি ঘুমধুম পুলিশ ফাঁড়ি আইসি বাচ্চু মিয়া ও স্বীকার করেছেন।


শেয়ার করুন