কিরগিজস্তানের জালে বাংলাদেশের ১০ গোল

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও দাপট দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৬ বালিকা দল। কিরগিজস্তানকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে মেয়েরা। মোট ১০ গোল করেছে স্বপ্না, মার্জিয়ারা।

এদিন প্রথমার্ধে হয় চার গোল। আর দ্বিতীয়ার্ধে ৬টি। এর মধ্যে একটি এসেছে পেনাল্টি থেকে। শট নেন মার্জিয়া।

বাংলাদেশ প্রথম ম্যাচে ইরানকে হারায় ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের জালে দেয় ৫ গোল।

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হলে সামনের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জিততেই হবে গোলাম রাব্বানি ছোটনের মেয়েদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন কিরগিজ মেয়েদের একদম নাকানিচুবানি খাওয়ায় বাংলার মেয়েরা।

প্রথমার্ধে যা হোক একটু লড়াই হয়। দ্বিতীয়ার্ধে খেলা হয়েছে একদম একপেশে।

৩ সেপ্টেম্বর চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ ‘সি’ থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে যেতে হলে এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার।


শেয়ার করুন