কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

???????????????????????????????প্রেস বিজ্ঞপ্তি:

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিজস্ব মাঠ প্রাঙ্গনে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৫ সম্পন্ন হয়। সকাল ৮টায় প্রথম অধিবেশন জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন যথাক্রমে-বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য এম.এ. মঞ্জুর। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, এলাকার সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক-অভিভাবিকা বৃন্দ উপস্থিত ছিলেন। বিকাল ৩টায় ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন-কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১২নং ওয়ার্ডের কাউন্সিলার জিসান উদ্দিন জিসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. মমতাজ উদ্দিন। এ সময় প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ক্রীড়া কমিটির আহবায়ক আবু বক্কর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিদ্যালয়ের সামগ্রিক চিত্র তুলে ধরেন প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলাতলী ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব জাকের উল্লাহ। বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোঃ সৈয়দ নুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি.টি.এ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল কাদের, নির্বাহী সদস্য যথাক্রমে ফরিদুল আলম ও নাছির উদ্দিন, সোলতান আহমদ, তৈয়বুর রহমান মামুন, শফিউল্লাহ, আবু সৈয়দ সওদাগর ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।


শেয়ার করুন