কবিতা চত্ত্বর ও ডায়াবেটিস হাসপাতাল সড়ক মেরামতের দাবি

বিশেষ প্রতিবেদকঃ

চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পাশাপাশি ৬-৮ চাকার ভারি যানসহ নিত্যদিন শত শত ইজিবাইক ও দশ হাজারোধিক জনসাধারণ যাতায়াত করা কবিতা চত্ত্বর ( বালিকা মাদরাসা সড়ক) ও ডায়াবেটিস হাসপাতাল সড়কে কয়েকশত গর্তের সৃষ্টি হওয়ায় মেরামতের দাবি উঠেছে।
প্রতিদিন জন ভোগান্তিতে সড়কে যাতায়াতকারী ও এলাকাবাসী।

জানা যায়, সড়কের এ পরিস্থিতি সৃষ্টি
হওয়ার ফলে জলাবদ্ধতা মাড়িয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচলের কারণে সেখানে বেশ কটি গর্তের সৃষ্টি হয়েছে।

এ অবস্থার কারণে ওই সড়ক মিনি পুকুরে পরিণত হয়েছে। এতে ব্যহত হচ্ছে সবধরণের গাড়ি চলাচল। পাশাপাশি চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় অধিবাসিসহ সর্ব সাধারণ।

টানা কয়েকদিন ধরে বৃষ্টির পানি সড়কে প্রবাহিত হচ্ছে। তার উপর ভারী যানবাচন চলাচলের কারণে বর্তমানে সড়কটিতে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে।

ওই সড়ক দিয়ে প্রতিদিন ডায়াবেটিস হাসপাতাল ও করোনা হাসপাতালে চিকিৎসা নিতে রোগীদের যাতায়াত, বিয়াম ফাউন্ডেশন, বিমান ঘাঁটির কর্মকর্তাসহ বৃহত্তর কুতুবদিয়া পাড়ার হাজার হাজার জনসাধারণ যাতায়াত করে থাকে।

এ অবস্থার ওই সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রে স্থানীয় অধিবাসিসহ সর্বসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিলম্বে সডকটি মেরামতের দাবি উঠেছে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।
ভুক্তভোগী জনসাধারণ জানান, একদিকে বৃষ্টির পানি, অপরদিকে ভারী যানবাহন চলাচলের কারণে কবিতা চত্ত্বর ও ডায়াবেটিস হাসপাতাল সড়ক মিনি পুকুরে পরিণত হয়েছে। এতে ব্যহৃত হচ্ছে সবধরণের গাড়ি চলাচল ব্যহৃত। বেড়েছে জনদুর্ভোগ। বর্তমানে যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছ বলেও জানায় এলাকাবাসী।


শেয়ার করুন