কচ্ছপিয়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করলেন এমপি কমল

4441121233331211111111

খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজরের রামুর কচ্ছপিয়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধনে এমপি কমল-কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল কচ্ছপিয়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন। সোমবার (৩ অক্টোবর) জেলার রামু উপজেলার কচ্ছপিয়ায় বিরতিহীন ভাবে কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতল একাডেমীক ভবন, বদুপাড়া রাস্তার ছড়ার উপর ৩৪ফুট দৈর্ঘ্যরে ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ের (পিআইও) ব্রীজ উদ্বোধন, এলজিইডির অর্থায়নে কচ্ছপিয়া ইউপি রাবার ড্যাম কানেংটিং সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফইজুল উলুম ফাজিল মাদরাসার শপিং সেন্টার উদ্বোধন শেষে গর্জনিয়া বাজার এলাকায় এক সুধি সমাবেশে মিলিত হন। উন্নয়ন মূলক কাজের উদ্বোধনকালে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যার রিয়াজ উল আলম, কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি যুবনেতা সোহেল সিকদার, যুবলগি নেতা নবীউল হক আরকান, এমপি কমলের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক উপস্থিত ছিলেন। এর আগে সকালে এলজিইডির অর্থায়নে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়কের শুভ উদ্বোধন করেন এমপি সায়মুম সরওয়ার কমল।
সোমবার সন্ধ্যায় গর্জনিয়া বাজার চত্বরে সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানীর সভাপতিত্বে সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল বলেন- উন্নয়ন দেখে কক্সবাজারের মানুষ আজ বলছে ৪৩ বছরে যা উন্নয়ন হয়নি গত পাচঁ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। গত ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের পরাজিত করেছি। সেদিন মানুষ আমাদের ভোট দিয়েছে আমাদের কমিটমেন্টকে, আমাদের কাজকে। উন্নয়য়নের ধারাবাহিকতা শেষ করার জন্যই আমরা জিতেছি। আগামীতে কচ্ছপিয়া-গর্জনিয়ায় যেখানে উন্নয়ন দরকার তার জন্য সবকিছু করা হবে।
এমপি কমল আরো বলেন- বাংলাদেশকে এখন আর বিদেশী সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয়না। দেশের অর্থ দিয়েই পদ্মা সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি বিভাগ ও জেলায় নতুন করে অর্থনৈতিক অঞ্চল তৈরী করা হচ্ছে। সরকার বিশেষ করে গ্রামীন জনগোষ্ঠীর মাঝে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দিচ্ছে। কিন্তু দেশের উন্নয়ন যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি অপশক্তি জঙ্গীবাদের নামে নানা অপকর্ম চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্ঠায় লিপ্ত রয়েছে। এসব জঙ্গীবাদের বিরুদ্ধে দেশ প্রেমিক জনতা একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে হবে যেন তারা মাথা চাড়া দিয়ে না উঠতে পারে।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান সামসু আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহামদ, ফতেখারকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, ছৈয়দ মো: আবদু শুক্কুর, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, কচ্ছপিয়া ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরিদুল আলম চৌধুরী ও হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।
কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল সিকদার জানান- এমপি সাইমুম সরওয়ার কমলের আগমনকে কচ্ছপিয়ার বিভিন্ন সড়কে শুভেচ্ছা খঁচিত অসংখ্য তোরণ, ব্যানার ফেস্টুনে সাজিয়ে তোলা হয়। আগামীর উন্নয়নের প্রতিশ্রুতি শুনতে হাজারো জনতা জড়ো হয় গর্জনিয়া বাজার চত্বরে। সমাবেশে কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম ও ৭ ওয়ার্ডের মেম্বার আবুল কালামসহ বিএনপি-যুবদলের ১০ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।


শেয়ার করুন